তীরে এসে তরী ডুবেই গেলো
——————————-
       সুপ্রিয়া চৌধুরী
       —————-
সব কিছুই তো ঠিক ছিলো আজ সকালে
দিন গড়াতেই রং পালটালো বুঝি
কোথাও যে এক করুণ রাগিণী বাজে
মনের মাঝে অর্থ তাহারই খুঁজি।


সব কিছুই তো ঠিক ছিলো আজ সকালে
গুন গুন গান গেয়ে যায় এক পাখি
হঠাৎ আকাশে ভীষণ বজ্রপাতে
সে সুর ছন্দ হারায় সুদূরে একাকী।


সব কিছুই তো ঠিক ছিলো আজ সকালে
কি যে হলো এই অলস সন্ধ্যে বেলায়
তীরে এসে তরী ডুবেই গেলো রে হায় !
গুমোট মনটা তাইতো কেবল কাঁদায়।
—————————————————-