তুমি এক পিতা
——————
     সুপ্রিয়া চৌধুরী
      —————-
তুমি যেন পৃথিবীতে নীলকন্ঠ,
বিষ যত,পান করো আকন্ঠ,
তবু থাকো নির্বাক ।


মনে হয়, তুমি বটবৃক্ষ-
আগলে রাখো সকল দুঃখ-
এক পরম আশ্রয় !


তুমি যেন এক মহা সমুদ্র !
গর্জনে কাঁপে বৃহৎ ক্ষুদ্র !
নিয়েছো গুরু দায়িত্ব ভার !


তবে কি তুমি দাতা কর্ণ ?
যত ক্রোধ সব করেছো চূর্ণ !
পরম আবদার এর স্থান ।


তুমি সন্তানের খেলার সাথী,
অবসরে করো কত মাতামাতি,
এতো নয় প্রশ্রয় !


তুমি ও পুত্র, স্বামী, ভ্রাতা কারো-
পরিচয় এর চেয়েও বড় আরো,
তুমি এক পিতা।
—————————————-


আজ বিশ্ব বাবা/ পিতা দিবসে আসরের সব বাবাদের সম্মানার্থে আমার এই ছোট্ট প্রয়াস।
অনেক শুভকামনা।