তুমি মোহন বংশীধারী
—————————
          সুপ্রিয়া চৌধুরী
         ——————
কি বলে তোমায় ডাকিবো হে সখা
কবে দিবে প্রিয় দরশন ?
তোমারে দেখিতে পাইনি তো প্রভু
রেখো শুধু প্রেম পরশন।
তুমি মোহন বংশীধারী,
কখনো বাজাও বেণু, কখনো মধুর মুরলী-
আজি জন্মাষ্টমীর শুভ লগনে
অধর্ম নাশে  দুষ্টদমনে
ধরায় অবতারণ।
একশো আটটি নামের কি নামে ডাকিবো
কি নামে করিব স্মরণ ?
আমি মূঢ় দীনহীন
না জানি সেবাবিধি না জানি নিয়ম
প্রেমভরে প্রভু চরণে ঢালিবো শুধুই ভক্তি নমন।
চিরসখা ! তুমি সাথে থেকো প্রভু
নিশীথে প্রভাতে প্রতিটি ক্ষণেতে
আমার জীবন মরণ।
তোমারে দেখিতে পাইনি তো প্রভু
রেখো শুধু প্রেম পরশন।
———————————————-