উন্নয়নের পথে কাঁচালঙ্কা ( লিমেরিক)
——————————-
                  সুপ্রিয়া চৌধুরী
                  ——————
লঙ্কা কিনে ফিরলো ভজা দুঃখে খালি পকেটে !
বাজারের থলে ছেড়ে এবার লঙ্কা চড়েছে রকেটে,
আলু বেগুনের বাজারে,
লঙ্কা নাকি হাজারে !
কিনলো ভজা একটা লঙ্কা সাজাবে হারের লকেটে।


ঠাঁই পেলো লঙ্কা ফ্রিজ থেকে ব্যাঙ্কের লকারে,
উন্নতির মাপকাঠি কোথা থেকে কোথারে !
আমরা মাথায় হাত,
চুলছিড়ি দিন রাত,
এই কথা ভেবে মরি কবে সব ঠিক হবে, আহারে !


অগত্যা লঙ্কা ডিলিট হলো খাবারের তালিকায়,
কেন এত তার গুস্সা, - সে বোঝাই তো দায় !
চড়েছে উন্নয়নের রথে,
বাধা হব না তার পথে,
উন্নয়নের এমন নেশা কখন যে কার পায় ।


অভিনন্দন ভাই কাঁচালঙ্কা ! তোমায় কে আর পায় -
আমরা আছি তোমায় ছাড়া, -দুঃখেই দিন যায় ।
একটু যদি বলো,
কি করে কি হলো  
অনুসরণ করবো তোমায়,- মনটা যে উন্নয়ন ই চায় !
————————————————