ইয়া বড় রাজা (২) (ট্রায়োলেট)
————————
       সুপ্রিয়া চৌধুরী
      —————-
পিঠে খাবে বুঝি দুষ্ট রাজা তখন মধ্যরাত-
গাঁয়ের বধুঁর তলব এসেছে গাঁয়ে ত্রাহি ত্রাহি রব ।
শুনে সে খবর গাঁয়ের লোকেরা একেবারে কুপোকাত
পিঠে খাবে বুঝি দুষ্ট রাজা তখন মধ্যরাত-
দুরভিসন্ধি টের পায় সবে, পিঠে,-সে তো অজুহাত ! অনেক সয়েছে,- মুখরিত গ্রাম আজ করে কলরব।
পিঠে খাবে বুঝি দুষ্ট রাজা তখন মধ্যরাত-
গাঁয়ের বধুঁর তলব এসেছে গাঁয়ে ত্রাহি ত্রাহি  রব।
————————————————-