ইয়া বড় রাজা (৩)
—————-
      সুপ্রিয়া চৌধুরী
      —————
কোনো এক রাজা            ধর্ষিছে প্রজা
               ধিক্কারে দেশ আজ !
নারীর শাসনে             নারীর শোষণে
             নারীর চরম লাজ।
কি চেয়েছিলো এরা     জমি- জমা ছাড়া
           ধানের ছিলো যে চাষ !
নোনা জল ভরে             চাষের জমিরে
                চাষীর সর্বনাশ।
তবু মুখ খোলা নয়          দিনরাত ভয়
            এ কেমন প্রতারণা ?
কে কোথায় আছো         কখনো ভেবেছো  
             এ গণতন্ত্র কি না ?
এত অন্যায়                   করে হায় হায়
             যত ছিলো প্রজাগণ
মুখ বুজে সহে                ভাবে আর নহে
              সইবে না প্রতিক্ষণ।
কাটাতে অশনি রাত            করে প্রতিবাদ
           নয় মিথ্যে একরত্তি !
এই  দুঃখের ছবি           এঁকে যেও কবি
           এ যে গল্প হলে ও সত্যি !
     —————————————-