ইয়া বড় রাজা
—————-
     সুপ্রিয়া চৌধুরী
      —————
বেশ তো ছিলো খোশমেজাজে ইয়া বড় রাজা
দাস দাসীতে পরিবৃত টানতো আবার গাঁজা
দাস দাসীরা প্রতিবাদে
লাঠি ঝাঁটা নিলো হাতে
ভয় পেয়ে যে ছুটলো রাজা বাজলো এবার বাজা।


মার ঝাড়ু মার লাঠি ঝাঁটা রাজায় বন্দী কর
দুষ্ট যত রাজার চ্যালা সব ব্যাটাকে ধর
এবার কেন লুকিয়ে বেড়াস
করবি নাকি আর ফোঁসফাঁস
বন্দী হয়েই থাকবি সবাই ভুলবি নিজের ঘর।
————————————————————-