মনের বই
যা হয়তো পুরনো মলাটের একটি
পোক কাটা বস্তু
তা দিয়েই জোর গলায়
প্রানের সাক্ষ্য দেই


চিরঘুমন্ত সত্তা ছিল
ছিল জেগে ওঠার ভয়,
কল্প কারাগারে বিদ্রোহ করে বলেছিলাম, হয়েছে
আত্মতৃপ্তির জয়।