উন্মাদ আমি তোমার কাছে
ভয় হয় নাকি আমাকে?
উন্মাদ আমি নই বললাম
বুদ্ধি আমারও আছে।


অন্ধ পথে মন বসেনা
করলাম না তোমার মর্জি,
উন্মাদ ওইতো ভেড়ার দল
তাই ভান করা ছেড়েছি।


তোমার দর্শন বড়ই নতুন
আধুনিক আমি নই,
নতুন যুগের নাকি নতুন নীতি
পুরাতন নাকি বই।


চক্র ঘুরবে ঘুরুক না ভাই
তাতে জ্ঞানী বড্ড বেশি,
জ্ঞান কম আমার তাতেই ভালো
আমি উন্মাদনায়ই খুশি।