ওগো আমার স্বাধীনতা, ওগো আমার নেতাজি
তুমি যারে প্রাণ দিয়ে ভালোবাসো
সে ভূমির মানুষ কি তোমায় সত্যিই ভালোবাসে?
নাকি সবই লোক দেখানো
সোশ্যাল মিডিয়াতে বাহবা পাওয়ার নেশা
ওগো আমার স্বাধীনতা, ওগো আমার নেতাজি
আচ্ছা যাদের জন্য লড়লে তুমি
তারা কি তোমায় সত্যিই জানে?
আচ্ছা তোমার হাতে অস্ত্র দেখে
তাদের মনে কি ঢেউ জাগে? তারা কি জানে?
তুমি নরম হাতে কেন অস্ত্র নিয়েছো তুলে?
আচ্ছা তারা জানি কি শুধু তোমার নাম টুকু?
নাকি চিনে তোমার প্রভাবের ফলে?
ওগো আমার স্বাধীনতা, ওগো আমার নেতাজি
নিজের রক্ত করলে পানি তারা কি জানে কিসের টানে?
যারা শুধু তোমায় ঘিরে দেখে বেড়ায় এ দেশটাকে ফিরে
তারা কি জানে আসল কথা?
তারা কি জানে আসল উদ্দেশ্য?
ওগো আমার নেতাজি
তাদেরকে বলে দিও তোমার উদ্দেশ্য শুধু স্বাধীনতা নয়..
তোমার উদ্দেশ্য হলো-
বুঝিয়ে দেওয়া স্বাধীনতার আসল মানে, স্বাধীনতার নাম টুকু নয়।