চরণ জোড়া জড়িয়ে ধরে
কত বোঝা বক্ষে ভরে
হাঁটছি আমি, ছুটছি আমি
ধরণীতল করছি চুমি।
পথ হতে পথ যাচ্ছে সরে
মলিন ধূলা গাত্রে ভরে।
জল মাখছি, মাখছি মাটি
তবুও আমি যাচ্ছি হাঁটি।
আমিই রাখি সবার মান
পাইনা তবু প্রতিদান।
চর্মকারে জনম দিল
আমার ভালে এই কি ছিল?
যতই দামী হই না ভাই
ঘরের ভিতর নেইকো ঠাঁই।