#কৃষক#
তোমার রক্তে-রাঙানো যে মাটিতে
তুমি ফলাও সোনার ফসল,
সে মাটি তোমার কাছে খাঁটি সোনা,
তোমার কাছে আসল।।
নিশি অবসানে ঊষা আগমনে
ধর যে লৌহ কোদাল,
সে কোদাল ধরণী বক্ষে
ফলাবে ফসল আগামীকাল।।
সারাদিন ধরে মাটির বুকেতে
চালাও হলের ফলা,
লৌহ বাঁধানো দারুর লাঙ্গলে
ভাঙছ মাটির দলা।।
এভাবে তোমার স্নেহের পরশে
মাটি হল উর্বর
আমরা সুবিধাভোগী মানুষ কভু
রাখি কি সে খবর?
তোমার দিবানিশি এককরা শ্রমে
ফলেছে আজ যে সোনা,
রয়েছে তাতে তোমার রক্ত,
তোমার ঘামের কণা।।
প্রতিটি শস্য কণায় লেখা
শুধুই তোমার নাম,
আমরা শুধুই ভোগ করছি,
তুমি কি পেয়েছ দাম?
রৌদ্রকে তুমি হারিয়ে দিয়েছ,
বর্ষা করেছ জয়,
শীতকে করেছ আপন ভৃত্য
কখনো করনি ভয়।।
যুগে যুগে তুমি নিয়েছ কাঁধে
আহার দেবার ভার
অথচ তুমিই পাওনি তো কভু
নায্য অধিকার!
তোমার ফলানো ফসলকে যারা
লুট করে নিয়ে যায়
সভ্য সমাজ ভাবো একবার
একি নয় অন্যায়?
তোমার মাটিকে কেরে  নিয়ে
যারা কলকারখানা করছে,
জানেনা কলেতে ফলে না ফসল
মৃত্যুর পথ গড়ছে।।
সভ্য সমাজ এগিয়ে চলেছে
তোমায় রেখেছে পিছে,
যদি না তোমায় স্বীকার করে
তবে, এ সভ্যতা হবে মিছে।।
আজিকে আমি এ সভ্য সমাজে
শুধু এতটুকু বলে গেলাম,
মোদের বাঁচিয়ে রেখেছ কৃষক
সেলাম তোমায় সেলাম।।