নদীর পারে ছিলাম আমি কাদামাটি হয়ে,
কুমোর ঘরে আনলে তুমি মাথায় করে বয়ে ।

দিলে আমায় নতুন জন্ম, নতুন পরিচয়;
এখন আমি চায়ের ভাঁড়, কাদামাটি নয়।

নতুনরূপে নতুন রঙে আমার জীবন ধন্য,
এ জীবন রঙিন হল মানুষ তোমার জন্য ।

চা খাওয়া সাঙ্গ হলে, ফুরালো প্রয়োজন;
আছাড় দিয়ে ফেললে আমায়, ভাঙলো দেহ মন ।

ভেবেছিলাম ভালবেসেই আপন করেছো মোরে ,
জানতাম না মিটলে হিসেব ফেলবে আমায় ছুঁড়ে ।

একদিন যাকে এনেছিলে মাথায় করে বয়ে,
মাটিতে তাকে মিশিয়ে দিলে মাড়িয়ে নিজের পায়ে।

এমনভাবেই গেলাম জেনে মানুষের পরিচয়,
ভালবাসা শুধু মুখের কথা, সবটাই অভিনয় ।

মানুষের এই দুনিয়াটা শুধুই চাওয়া পাওয়ার,
স্বার্থটা ফুরিয়ে গেলে সবাই চায়ের ভাঁড় ।