তোমার জন্য সবকিছু ঐ হীরক সম আকাশ, শস্য শ্যামলা জমি।
তাই চোখের সামনে তাহাই দেখিবে যাহাই চাইবে তুমি।।


তুমি চাইলে কোনো প্রকান্ড ঝড় নিমিষেই যাবে থেমে।
তুমি চাইলেই ঐ আকাশের চাঁদ মাটিতে আসবে নেমে।।


তুমি চাইলেই রিমঝিম এ বৃষ্টি ঝরবে অঝোর ধারায়।
তুমি চাইলেই ঔ মেঘলা আকাশও ঝলমল করে তারায়।।


তুমি চাইলেই কোনো গভীর রাতেও হঠাৎ সূর্য ওঠে।
তুমি চাইলেই গবী সাহারার বুকে রঙিন ফুলেরা ফোটে।।


তুমি চাইলেই আসবে বসন্ত গাইবে কোকিল গান।
তুমি চাইলেই মোর দুঃখ ভরা মনে আসবে সুখের বান।।


তুমি চাইলেই কোনো অজম্মা খেতে সোনার ফসল ফলে।
তুমি চাইলেই কোনো কঠিন পাথরও জীবনের কথা বলে।।


তুমি চাইলেই গাছে যত ফুল সব ভরিয়া উঠিবে গন্ধে।
তুমি চাইলেই কোনো কবির কবিতা সুরচীত হবে ছন্দে।।


তুমি চাইলেই আমি হয়ে যেতে পারি ভুবন মাতানো কবি।
তুমি চাইলেই আমি হয়ে যেতে পারি একটি টুকরো ছবি।।


তুমি চাইলেই আমি মানুষের মনে আজীবন ধরে রবো।
তুমি চাইলেই আমি শ্মশান দহনে এক মুঠো ছাই হবো।।