যে আমায় খুন করবে তাকে আমি চিনি।
সে আমার রান্না ঘরে গ্যাস সিলিন্ডারে-
থাকা এল পি জি এর মতো।
তাকে আমি দেখিনি কোন দিন,
কখনো কখনো পাই তার আঁশটে গন্ধ।
কিন্তু সে আমায় ভীষণ রকম চেনে।
উনুনের আঁচে আমার খবর নেয় রোজ।
যে আঁচে রোজই আমার ভাত পুড়ে যায়,
উনুনের সেই আগুনই প্রেমিকা হয় তার।
যখন আমি রান্না ঘরে যাই,
উনুনে দেশলাই ছোঁয়াই,
কপালে ঘাম জমতে থাকে,
আর মনে অঝোর বৃষ্টি নামে,
হারিয়ে যাই আমি এক অন্য জগতে।
এ আগুন আগে দেখিনি কভু,
অপরূপ নীলাভ শিখায় মুগ্ধতা
বুনতে বুনতে দুচোখ নেমে আসে রামধনু।
প্রেম আর পোড়া ভাতের গন্ধ-
মিলেমিশে একাকার হয়ে নাকে আসে।
আমার পোড়া ভাতের প্রেম,
তার পোড়া প্রেমের গন্ধ, লড়ে এক থালায়।
আমি যে তার প্রেমিকার প্রেমে।
সে আমায় খুন করবে আমি এটা জানি।‌‌
তার হাতে মৃত্যুবান,- তা আমারই তৈরি।