ধর কুরুক্ষেত্র ময়দানে তুমি
অর্জুনের প্রতিপক্ষ,
মুখোমুখি তুমি আর অর্জুন,
শঙ্খ ধ্বনি দিয়ে যুদ্ধ ঘোষণা হল।
হুংকার দিয়ে তুমি
জানালে যুদ্ধের আমন্ত্রণ।
ঝাঁ-চকচকে তিরের ফলায়,
তুমি সাজিয়ে ফেলেছো
শত্রুর পরাজয়।
এমন সময় তোমার ধনুকের
ক্রন গেল ছিঁড়ে।
তখন তোমার ভুমিকা কি মৃন্ময়?
শত্রুর কাছে প্রাণভিক্ষা?
না- নিশ্চয়ই তা করবেনা।
মৃত্যুর জন্য অপেক্ষা করবে,
নাকি মৃত্যু থেকে ছুটে পালানোর চেষ্টা?
শত্রুর তিরের সম্মুখে বুক পাতবে,
নাকি পিঠ?
না,- এটা আমার প্রশ্ন নয়!
আমি শুধু জানতে চাই,-
সেই মুহূর্তে ধনুকে ক্রন বেঁধে,
যুদ্ধ জয়ে তুমি বিশ্বাসী কি-না ?