আমার কুঁজোর জলে বালি,
আমি বৃষ্টির জল খাই,
আমার চাতক হয়ে থাকা
তুই মেঘ হয়েছিস- তাই।


আমি রাস্তায় ঘর বাঁধি
আমার ঘরের চালা ফুটো,
যদিও একটাই পথ আমরা
তবে রাস্তা কিন্তু দুটো।


আমি এক রাস্তায় যাই
আর অন্যটিতে ফিরি,
দুইটি রাস্তা মিলিয়ে আবার
ঘর বাঁধতে ও পারি।


আমার বাঁধন ভীষণ ঢিলে
তোকে বাঁধতে পারবো না,
তবু চেষ্টা করব আমি
না জিতি, তবুও হারবো না।


আমি ভীষন শর্তবাদী
আমার শর্ত তো একটাই,
আমার চাই না অট্টালিকা
কেবল এক পৃথিবী চাই।


আমার এক পৃথিবী হবি?
আমি হারেই রাখি বাজি,
তোকে জিতিয়ে দিয়ে আমি
নিজেই হেরে যেতে রাজি।


আমি হেরেও জিতবো জানি
যদি এক পৃথিবী পাই,
তুই জয়ের মালা পরিস
আমি হেরেই জিততে চাই।