যাত্রাপালায় রাবণ হবো ইচ্ছে ছিল মনে।
সীতাকে হরণ করে রাখবো অশোকবনে।
যুদ্ধ হবে রামের সাথে পক্ষীরাজে চেপে।
হাসব আমি হি-হো-হা উঠবে জগত কেঁপে।
সৃষ্টি ভুলে বিশটি চোখে ধরায় আগুন ফেলে,
একটি বাণে রামানুজে ফেলবো শক্তিসেলে।
সোনার লঙ্কা গড়বো নজির জগত জুড়ে রব।
সিংহাসনে সিংহ সম রাজার রাজা হব।


মনে প্রানেই রাবণ আমি দুচোখ ভরা তেজ।
কপাল আমায় ধরিয়ে দিল একটি নকল লেজ।
হৃদয় থেকেই বসেছিলাম আমি রাবণ সেজে।
বদন খানা টাঙাই ছিল একটি নকল লেজে।
ডিরেক্টারের এক ইশারায় স্বপ্ন হলো চুরি।
বানর হয়ে জ্বালিয়ে দিলাম সাধের লঙ্কাপুরী।
ইচ্ছেপূরণ হলনা আর জুটলোনা দশ মাথা।
লক্ষ টাকার স্বপ্ন ভুলায় আমার ছেঁড়া কাঁথা।