আমি ক্ষুদিরাম আমিই বরুণ,
আমি ক্ষুদিরাম লক্ষ তরুণ,
বেঁচে আছি যুগে যুগে।
যতবার যাই ততবারই আসি যেভাবে ইচ্ছে মারো।
কত-শতবার চড়ালে ফাঁসিতে মরিনি একটি বারও।
আমি ক্ষুদিরাম অগ্নিশিশু ভারত মায়ের কোলে।
সাধ্য কী আছে পোড়াবে আমায় তোমা বিদ্বেষানলে।
যতবার তুমি নেভাবে প্রদীপ আগুন জ্বালাবে দেশে।
ততবার এই ক্ষুদিরাম আমি বিরাজিবো শত বেশে।