নোনা জলে অকপট এ জীবন,
কোন স্রোতে বয়ে গেছে কে জানে!
কত নুন লুকনো এ আঁখিতে,
কত ব্যাথা হৃদকোনে গোপনে।
রোজ রোজ তীরে এনে আছড়ায়,
ফের টেনে নিয়ে চলে অতলে।
মাঝে মাঝে মনে ভাবি খুব খুব,
চুপচাপ ঢুকে পড়ি বোতলে।
আর ভাললাগেনা এ নাটকে,
এই মরো এই বাঁচো দূরছাই!
সব ফলে চলে যেতে মন চায়,
বারবার বেঁচে মরে লাভ নাই!
একবার মরে যদি বাঁচা যায়,
বারবার বেঁচে মরে কাজ কি!
এ সমাজে ‘মরা’ এক শিল্প,
একবার মরণে বা লাজ কি?