আমার প্রিয় ডাইরি, নাম রেখেছিলাম সুচরিতা।
গুনে গুনে লিখেছিলাম তাতে একশ খানি কবিতা।
শুধু তোমাকে শোনাবো বলে..............
হতভাগা আমি, একটিও শুনতে চাওনি তুমি।
'সুচরিতা' নমটাই বোধহয় তোমার অপছন্দ।
নাম খানি পাল্টে রাখলাম 'সুর ও ছন্দ'।
তবু আমি ব্যার্থ..............
"বৃথাই কবিতা লেখা, বৃথা মোর বেঁচে থাকা।"
এই ভাবে মনে, শত রাগ ও অভিমানে।
একটি একটি করে পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিই আগুনে।
দাউ দাউ করে জ্বলতে থাকে আমার হৃদয়ের টুকরো।
নিজের হাতেই পুড়িয়ে ফেলি নিজের জীবন্ত লাশ।
হাতে তুলে নিই এক মুঠো ছাই আর জল এক গ্লাস।
সেকি অদ্ভুত যন্ত্রণা!...............