ওরা দেশের জন্য নয়, নিজ স্বার্থে যুদ্ধ করে।
ওরা বীরের মতো নয়, কাপুরুষের ন্যায় মরে।
ওরা সত্যকে গোপন করে, মিথ্যা কথা কয়।
ওরা মিথ্যাকে অস্ত্র বানায়, সত্যকে করে ভয়।
ওরা মানুষকে হত্যা করে পাথরে করে পুজা।
ওরা ধর্মীয় রাজনৈতিক খড়গ ধারি রাজা।
ওরা কুবাক্য প্রয়োগ করে নিজেরে বড় ভাবে।
ওরা ত্রুটি দেখেনা কভু নিজের স্বভাবে।
ওরা হাজার মিথ্যা বলে একটি ভোট পেতে।
ওদের আচরণে প্রমাণ ওরা চিটিং করে জেতে।
মানুষ বাঁচুক কিংবা মরুক ওদের লক্ষ জেতা।
তবু ওরা এক একজন সমাজসেবী নেতা।
তবু ওরাই পাহাড় সম, ওরাই মহান।
ওরা যা ইচ্ছে তাই পারে, ওরা ভগবান।