জ্যোৎস্নায় ঝলসানো পৃথিবী
ডিনারের টেবিলে সাজানো।
খসে পড়া তারায় গড়া শহরে
গিটারের তারে পাতা ফাঁদ।
পুরোনো আলমারিতে যত্নে তুলে রাখা
একজোড়া ঝুমকোদুল।
স্নেহের পারদ লেপে হাতে
যে নূপুর পরিয়েছি প্রেমে।
তা বোধহয় অবহেলে আর অনাদরে
শিকল হয়েছে রাঙা পায়ে।
তবু ইচ্ছের কাতুকুতু ঠোঁট জুড়ে হাসে।
ভাঙা ভাঙা স্বপ্নেরা গড়ে ইমারত।
প্রশ্নের হাতুড়ি তুলে নিই হাতে।
যে হাত নূপুর বাঁধে পায়ে,
সে কি পারে ভাঙতে শিকল?