কে যে তোকে দুঃখে কাঁদায় খেয়াল মত,
কার খুশিতে দুঃখেও হাসিস হৃদয় ভেঙ্গে,-
জানিনা কার স্বপ্ন সাজাস তারার গুঁড়োয়,
আপন চোখের স্বপ্ন রেখে ধূসর মেঘে।
কার তরীতে পাল টাঙালি ওড়না খুলে,
জানিনা কার নোঙর হতে নামলি নীচে,-
কার আকাশে তারার খোঁজে সরালি মেঘ,
নিজেকে তুই করলি আড়াল মেঘের পিছে।
কাহার লাগি নিজের প্রতি বিষাদ মনে,
কিসের লাগি আলোকবর্ষ পেরিয়ে চলিস,-
মনের কষ্ট হৃদয় মাঝে লুকিয়ে রেখে,
কেমন করে মুচকি হেসে মিথ্যে বলিস?
শেখাবি তুই আমাকে এই যাদুর হাসি,
আলোকবর্ষ চলবি সাথে হাতটি ধরে?
হাসবো সুখে হাসব দুঃখে সারাটা পথ,
আমিও ঠিক পারবো তোর মতন করে।