বলার মত নয়
তবু কইতে কথা হয়
আর বললে কথা বিপদ কত
যে বলে আর শোনে
রক্তমাখা বাল্যকাল  লক্ষ তারা গোনে


এ কি মনের মত কথা   তবু
মনে করাও কেন
ঝড়বাদলের পিছল পথে
অধোকামনার গোপন ক্ষতে
জ্বালা ধরাও কেন


এমন কথা বলতে পারো তাকে
সেই যে কথা একা একা থাকে