পাতা নেই  শুধু ছায়া
ছায়ার ওপর জলছাপ ফেলে
চান করে এলে
মোরাদাবাদি গেলাশে জল খেলে
গলা দিয়ে নামলো প্রাণের বিদ্যুৎ
কুয়োতলা ভিজে সাবানের গন্ধে রমরম
ঘেরা বারান্দার লাল মেঝেতে কাকিমা
চিবুক-ছোঁয়া রূপ  রোদের সুদূরে
তাৎপর্য বিষাদের জানতে চায়
প্রকৃতির মানে ধরা যায় বটপাতার টুপ পতনে
ধুলো ওড়ে নারকেল গাছে  কেন তুমি এমন
তন্ময় রহস্যে খোঁজো প্রাথমিক ভালোবাসার মানে