মা বললো তুই অকারণ আমার জন্য প্রাণ দিলি ছেলে
ছেলে বললো তাও তো তোমায় বাঁচানো গেলো না মা
বিকেলের বিশেষ মুহূর্তে নীলাভ রাস্তায় হেঁটে যেতে যেতে
মা ও ছেলে কথা বলছিলো
তারা হাত ধ’রে রেখেছিলো
মায়ের চিবুক ছুঁয়ে ছেলের হৃদয়
ছেলের চুম্বন মায়ের ভুরু থেকে গড়িয়ে পড়ার পর
পাহাড়ের বনভূমি বর্ষায় আর্দ্র হলো
একটা অদ্ভুত আবেগ সমুদ্রস্তর থেকে উঠে এসে
মা ও ছেলেকে পৃথিবীর বাইরে এক সবুজ নীলিমায় ঘন ক'রে রাখে
কি হবে প্রাণ  কি হবে সূর্যাস্ত রোজ রোজ
বেঁচে থাকিনি কেমন ভালো হয়েছে  এই তো আমরা নি:শ্বাসের মত
ঢুকে এসেছি আমাদের মধ্যে
কত উদ্ভিদরস কত নুন   কোমল নিসর্গের মত স্নান ভেসে যাচ্ছে
পৃথিবীটা তৈরি হয়নি যখন    এমনটাই ছিলো


তোর কি মনে আছে ছেলে
তোমার তো মনে আছে মা