অন্ধকার আকাশের তলায়
অন্ধকার চাদরের নিচে
সমস্ত নক্ষত্রের লজ্জা দু-হাতের মুঠোয় ধরে
কুকুরের ছানার নিঃশব্দ চোখ যে ধরণের বাণী বহন করে থাকে
তার থেকে সামান্য বেশি চঞ্চলতা নিয়ে


ক্রোধ ঘৃণা ভয়ের কারণে যে ধরণের চঞ্চলতা মানুষকে হাহাকার শেখায়  


একটা ছোট ছেলে হিরোশিমার মত
খুবই স্বল্প দৈর্ঘের একটা প্রার্থনা করে যাচ্ছিলো
গোটা আকাশ কাঁপছিলো