প্রিয়,
কেমন আছো?
এই শীতের রাতে হিম বাতাসে জানালার ধারে বসে তুমি বুঝি,
আমার কথাই ভাবছো ?
আর তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে বুঝি,
শেষ থেকে সব শুরুর উপায় খুঁজছো ?
ভেবো না,
আমাদের বিশ্বাসের খুঁটিটা যে
আজও আছে অক্ষত !
ভাঙবে যতবার আমাদের গড়া প্রেমের সৌধ,
বিশ্বাসের খুঁটি দিয়েই ততবার সে সৌধ
গড়বো অবিরত।


আচ্ছা প্রিয়,
সময় কত দ্রুত চলে যায়, তাই না !
ক্ষনিকের এই পৃথিবীতে,
আমাদের দ্বিপাক্ষিক ভালোবাসা ছিল,
ছিল কতই না নির্ঘুম রাতের সমাহার,
ছিল একরাশ গল্পের ঝুলি যা সারাদিনের বুলি শেষেও ফুরাতো না !
সময়গুলো ছিল কতই না হাসি–আনন্দ
আর খুনসুঁটিতে মাখা !
ছিল কবিতার কতশত ছন্দ মেলানোর খেলা !
ছিল কত দুষ্টুমি আর লাজুক হাসির মেলা !
ছিল নিস্তব্ধতার আঁধারে প্রতিটি গোপন নিঃশ্বাসে প্রেমের নিবেদন,
স্তব্ধতার অনুভবে জড়ানো ছিল ভালোবাসাময় সে সম্মোহন !


জানো প্রিয়? সবাই বলে,
ভালোবাসলে নাকি হারাবার ভয় থাকে !
কিন্তু বিশ্বাস করো,
তোমাকে হারানোর ভয়ে ভীত আমি কখনোই ছিলাম না।
বরং আমি তো
বয়ে চলা সময়ের সাথে পাল্লা দিয়ে
বারংবার নতুন করে কেবল তোমাতেই মিশে গেছি।
আমি তোমার উজ্জ্বল চোখের গভীর দৃষ্টিতে আসক্ত ছিলাম,
ছিলাম তোমাকে একটিবার ছুঁয়ে দেখার নেশায় বিভোর।
ছিলাম আমাদের ভালোবাসাকে পূর্ণতা দানের আকাঙ্ক্ষায় কাতর।
তোমাকে একটিবার, কেবল একটিবার...
চোখের দেখা দেখার সে কি যে তৃষ্ণা আমার, তা ব্যখ্যা করার ভাষা,
বোধহয় আমার জানা নেই !


আমি শুধু জানি,
আমি ভালোবেসেছি তোমায়,
আজও ভালোবাসি, খুব বেশি ভালোবাসি।
তোমার এলোমেলো ভাবনাগুলো আজও আমার কাছে এসে,
আমাকে চুপিসারে ছুঁয়ে দিয়ে যায়,
আমি এখনও কান পেতে রই
তোমার সহাস্য কথাগুলো শোনার প্রতীক্ষায়,
আমার অস্তিত্বের সবটুকু জুড়ে
শুধুই তুমি আর তোমারই প্রতিধ্বনি,
আমার চেতন–অবচেতন সমগ্র মন জুড়ে
আজও আমি অনুভব করি তোমার বিচরণ,
আজও আমার স্মৃতিতে মধুর তানে বেজে চলেছে
তোমারই স্মৃতির অনুরণন।