মুজিব তুমি মহান নেতা
বাংলা মায়ের কালজয়ী সন্তান,
তুমি বাঙালির জাতির পিতা
শৌর্য তোমার হয়নিকো কভু ম্লান।


বায়ান্নতে মাতৃভাষার অধিকার আদায়ে
করেছো তুমি আমরণ অনশন,
শোষকের শোষণের প্রতিবাদের বিনিময়ে
করেছো তুমি বহুবার কারাবরণ।


একাত্তরে তোমার একটি ডাকে
লক্ষ লক্ষ বাঙালি
দিলো প্রাণ, দেশ স্বাধীনের তরে–
তাইতো আজও যেকোনো সংকটে
বাঙালির তোমাকেই মনে পড়ে।


বাঙালির ইতিহাসে তুমি হলে
দূরদর্শিতার অনন্য দর্পণ,
তোমার আদর্শে উজ্জীবিত হয়ে
মোরা করি তাই শ্রদ্ধা ও ভালোবাসা,
তোমার চরণে অর্পণ।


বাংলাকে স্বাধীন করতে তুমি
করেছো নিজের সবটুকু বিলীন,
চিরকাল তাই থাকবে তুমি
বাঙালির চেতনায় অমলিন।