এসো এসো বন্ধু সকল, শোনো দিয়ে মন
দৃপ্ত সারথিদের কথা করি যে বর্ণন,
আটজনের দল মোরা, সবাই সবার আপন
মোদের কর্মক্ষেত্রের নাম "প্রজেক্ট সৃজন"।


সবার প্রথম বর্ণন করি দলপতির কথা
দুঃখ-সুখে মোদের পাশে ছিলেন তিনি সদা,
কাজে কর্মে সুনিপুণ তিনি, মানুষ ভালো খুব
ভুলো না কভু ভাইরে, নাম তার মাহবুব।


এরপরেতে বর্ণন করি মিষ্টি মেয়ের কথা
আড্ডাবিহীন জীবনের যে ভেঙেছিল প্রথা,
সুহাসিনীর দু'টি চোখে দুষ্টুমির নেশা
সবাই মোরা ডাকি তাকে বলে আয়েশা।


মোদের দলে আরো আছে নিরীহ এক বালক
কালেভদ্রে মিলে দেখা তার হাসির ঝলক,
দলের সবার প্রিয় কর্ম, তার শান্তি করা বর্বাদ,
জেনে রাখো সেই বালকের নামটি হলো আর্দ্।


এখন তবে আসি অদ্ভুত বালিকার কথায়
তোমরা তাকে আনবে ধরে খুঁজে পাবে যেথায়,
মোদের সাথে তার দেখা হতো হঠাৎ একদিন
খুঁজতে চাইলে রাখো চিনে, বালিকাটি হলো নওরীন।


প্রাণবন্ত একটি ছেলেও আছে মোদের দলে
সুযোগ পেলেই আনন্দে সে মাতায় হেসে খেলে,
তার থেকে কৌতুক যদি করতে চাও খরিদ
বলছি তবে শোনো সেই ছেলেটি হলো রাফিদ।


এখন একটু দলের চঞ্চল বালিকার কথা বলি
দু'টি চোখে ফোটে যার মুগ্ধতার কলি,
মুহূর্ত প্রতি নতুন স্মৃতি করে সে রচনা
মোদের সবার ভীষণ প্রিয় নাম তার সূচনা।


বদমেজাজি একজনও আছে মোদের দলে
সর্বদা তার অভিব্যক্তি বিরক্তির কথা বলে,
বুকের মাঝে ধারণ করে ভালোবাসার দ্বীপ
অল্পতেই হারায় মেজাজ, নাম তার সাদিফ।


সবশেষে তে বর্ণন করি এই অধমের কথা
অনিচ্ছায় দিয়েছি আমি সকলের মনে ব্যাথা,
বকেছি ভীষণ যখনই যে হয়েছে ভুলোমনা
সকলের ত্রাস, আমি সুরভী সেই জনা।


মোদের এই দলটি যেন একটি পরিবার,
সৃজনের দিনগুলো অক্ষয় হোক, স্মৃতিতে সবার।