মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন
পৃথিবীর কোন সম্পদের চেয়ে নহে কম,
কভু করো যদি ছিন্ন, রক্তের এ পবিত্র বন্ধন
হবে তুমি এ জগতে, এক পাপী নরাধম।
রক্তের সম্পর্ক মহান প্রভুর চিরায়ত দান
যা মানব জীবনকে করে সতত অম্লান,
ধন–সম্পদের মোহে কভু
করো না এই অন্বয়ের অপমান।


পাছে লোকের কূট বুদ্ধিতে
আপনকে ভেবো না পর!
কুমন্ত্রণার ফাঁদে পরে সংসারেতে
তুলো না ঝগড়া বিবাদ মনোমালিন্যের ঝড়!
সম্পর্কের চেয়ে স্বার্থের দাম
হতে পারে নাকো কভু বেশি,
তোমার মঙ্গলার্থে আপনজনেরাই
করেন মোনাজাত দিবানিশি।


"পবিত্র কোরআন" এর সমাচার–
নিকট আত্মীয়ের সাথে করো সদ্ব্যবহার,
অগ্রজের কাছে অনুজের স্থান
যেমনি হবে সন্তান তুল্য,
অনুজের কাছেও অগ্রজের স্থান
তেমনি হবে পিতৃ-মাতৃ তুল্য।
এই বাণী অন্তরে লালন করে হও
জান্নাতের অধিকারী,
পৃথিবী থেকে নির্মূল হোক
সকল রক্তের সম্পর্ক ছিন্নকারী।