আজকাল সব কিছুই মনে হয় শুধু আমার,
মনের কার্নিশের হিমায়িত রোদ, বাঁকা চাঁদ, উষ্ণ নীল আধার,
সবই আমার একার।
তোমায় ভালোবাসা আর,
হৃদয়ের খোলাকে স্বযত্নে গচ্ছিত মুক্তোর মত অভিমান,
সবই শুধু আমার একার।
আমার এবেলার অবেলার ,
যে বেহায়া অনুভূতিগুলো তোমায় অনুভূত করায়,
তাও একান্ত আমার একার।
অচেনা হাসিতে আমি অপ্রাপ্তির বর্ণহীন দাহ লুকায়,
শব্দশ্রমিকের ন্যায় প্রতি বাক্যে আমিই তো তোমায় সাজায়।
বেদনায় চুমু খেয়ে, মোহন ব্যাধি পুষি তোমায় পাবার।
বুঝিনা একাকিত্বকে বেশি লুফে নিয়েছি,
নাকি সব কিছু শুধুই আমার একার !