আমি ক্যাকটাস,
সুখের ঘর বাড়ি আমার চাইনে,
যদি কিছু থাকে অবহেলা, অনাদরের মুঠোভর পুরাবালি,  আমায় দিও।
ভালোবাসার নম্র রং আমি চাইনে,
যদি থাকে বেদনার রং এর ন্যায় ভীষণ কঠিন, তপ্ত কিছু পাথর, আমায় দিও।
সজীবতা ত্যাজিত তোমার রূঢ় বিরানভূমিটুকু আমায় দিও।
তোমার স্নিগ্ধ শীতল স্পর্শটুকু আমি আমি চাইনে।
আটাকামার মত পৃথিবীর ক্ষমাহীন রুক্ষতায় আমি অভিযোজিত।
কোন শ্রুতিমধুর শব্দকোষের অলংকরণে আমি ভূষিত হইনা,
বরং আমার অবয়বে মোড়া আছে অপবাদের আখ্যান।
কখনো কন্টকিত কারবালা কখনো বা অভিশপ্ত।
শতাব্দীব্যাপি, জীবনের সংকীর্ণতম ব্যায়ে জীবিত থাকার আমার অতন্দ্র উদ্যম প্রচেষ্টা অন্তরালে রেখে,
কন্টকাকীর্ণ বাহুবন্ধে আমি লুকিয়ে রাখি আমার অন্তহীন সজীবতার তীব্রতম উল্লাস।


ঐ যে দুঃখপোষা মেয়েটাকে দেখছো সে ও হয়ত অনেকটা আমারি মত !!