সে ঠিক অন্যরকম ভালোলাগা।
কিছুই হয়ত হবেনা, তবুও ভাবছি কিছু হয়ত সুখকর হবে।
ধর, ঠিক হয়ত কেউ আসবেনা।
তবু হয়ত কেউ আসতে পারে, কেউ হয়ত আসছে, এরকম ভাবছি।
ধূসর শূন্যপথে অপেক্ষার উৎকণ্ঠায় বারে বার তাকাচ্ছি।
এই বুঝি পরম কাঙ্খিত কেউ এল, যার অপেক্ষায় আমি জীবনের আয়ুরেখা ধরে একাকী হেঁটে গেছি বহুদূর।
এ যেন ঠিক অন্যরকম অপার্থিব সুখের ঘোর।
ঠিক অন্যরকম ভালোলাগা।


তুমি অনতিক্রম্য দূরত্বে।
তবু মনে মনে ভাবছি, হয়ত তুমি আমাকে ঠিক এমনি করে ভাবছো।
দুপুরটা গড়ালেই হয়ত এসে যাবে।
তুমি হয়ে নিজের দিকে বার বার তাকাচ্ছি।
পলাশ লাল শাড়ি আর একটুখানি কাজল, তুমি হয়ত এভাবেই আমায় দেখতে চাইছো।
যতটা আমি, ভাবছি তুমিও হয়ত ততটাই ভালোবাসো আমায়।
ভাবতে ভাবতে আপন মনে হেসে উঠি।
সুখগুলি অবাধ্য হয়ে আমার ঠোঁটে ফুটে উঠে।
আমার সমস্ত শরীর-আত্মা জুড়ে সুখের তখন প্রবল স্রোত, আমায় ভাসিয়ে নিয়ে যায় কূল হতে বহুদূরে।
শব্দের ব্যঞ্জনা পারেনা তা প্রকাশ করতে,
এ সত্যিই অন্যরকম ভালোলাগা।


ভ্রমের চেয়ে আশ্চর্য সুন্দর ভালোলাগা পৃথিবীতে দ্বিতীয় কি  হয় আর!!