বিজ্ঞাপনে সবাই দেখায়
আপন মালের গুন।
হোকনা সেটা অনুন্নত
দাম হোক দ্বিগুণ।।


একই মালের নানা দাম
গুন বিচার করে।
সবার জন্য বানানো তাই
কিনুক  ঘরে ঘরে।।


বিজ্ঞাপনে সবই সম্ভব
গাধাকেও দেখায় ঘোড়া।
কিনুক সবাই আপন  টাকায়
চাই যতো জোড়া।।


বিজ্ঞাপন না থাকলে পরে
জানবে কেমন করে।
কোনটা ভালো কোনটা মন্দ
আনবে কেমনে ঘরে।।


সুফল কুফল দুটোই আছে
এখন  বিজ্ঞাপনে।
কিনতে হবে দেখে তোমায়
নিজের চোখে চিনে।।