তীরের আলো চোখে এখন
দেখায়  উল্টোপাল্টা ।
ডুববে নাতো  সাধের তরী
ধরার অভাবে  হালটা ?


মাঝি এখন জুড়েছে গল্পো
হাল দিচ্ছে ছেড়ে।
তরীর ভিতর জল যে এখন
ভীষণ গেছে বেড়ে।।


স্রোতের প্রতিকূলে যাত্রা
যখন পদে পদে ভয়।
মাঝির কিছুই ছিলনাকি জানা
কেমনে রুখতে হয় ?


অথৈই জলে চলছে তরী
ভীষণ ভয়ে যাত্রী।
তীরের আলোও আবছা এখন
পার হবে কি রাত্রি ??