লাল পেড়ে ঐ শাড়ি পরে
প্রথম অষ্টমী তে দেখা।
মনের মাঝে কেটেছিলো
ভালো লাগার রেখা।।


এক ঝলকেই বদলেছিল
পুজোর যত রং ।
ভেবে ছিলাম এবার বুঝি
পেয়েই যাবো সং।।


নমোমি আর দশমীতে
খুঁজছিল যে মন।
আসবে কখন মেলায় তুমি
দেখবো কিছুক্ষণ।।


মেলার ভিড়ে পথ চেয়ে রই
তোমার আসার তরে।
চোখের চাওয়া মনের আসা
কখন দেবে ভরে।।


লোকের ভিড়েই পেরিয়ে গেলো
নমোমি আর বিজয়া।
আজো খুঁজি পুজো এলে তবু
দেখা হলোনা পাওয়া।।