তুমি আসোনি বলে, ছিল না
রং, রঙের মেলাতে।
তোমায় বিনা মাতেনি মণ
আবির খেলা তে।।


নানান রঙের রং গুলো আজ
লাগছিল খুবই কালো।
এত রঙেও চোখগুলো আমার
লাগছিল নাতো ভালো।।


রংই শুধু হয়না রঙিন
তুমি না থাকলে।
বিনা রংও রঙিন হত
তোমায় পাশে রাখলে।।


বৃথাই খুঁজি এদিক ওদিক
লাল পলাশ এর গাছে।
রামধনুর ওই সাতটা রং
তোমার কাছেই আছে।।