এখনো শ্রাবণে বৃষ্টি ধারা
অঝোর ধারায় ঝরে।
ফুলের গাছও শোভিত আছে
নানান ফুল ধরে।।


আজো তো উঠেছে সূর্য
নীল আকাশের বুকে।
বাতাস ও বইছে আপন মনে
যায়নি সেতো রুখে।।


রাখাল ছেলে নদীর পাড়ে
চরায় আজো গরু।
পাহাড় ঘেঁষে পথ চলেছে
হোকনা সেটা সরু।।


নদীও করে আপন মনে
নিজের সুরে গান।
পানকৌড়ি ও মারছে ডুব
করছে কতো স্নান।।


পিপীলিকা ও লাইন দিয়ে
ভরছে আপন খাদ্য।
দূরের গ্রামে ও হচ্ছে কিছু
বাজছে কত বাদ্য।।


ভয় নেই তবু আছে কিছু
মনের কোণে দুঃখ।
সবকিছুর মাঝেও সবার
হৃদয় এখন রুক্ষ।।