প্রয়াত প্রাণের শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় স্মরণে-
@ তুমি রবে নীরবে @
      সুশান্ত ঘোষ
     ২০\১১\২০২০


হে নায়ক-
মুক্তির আস্বাদন আর লড়াইয়ের মাঝে
তুমিতো চিরনবীন ।
সারাটা জীবন তোমার অপূর্ব অভিনয়ে ,
তুলে ধরেছিলে সাধারণের অপূর্ব অনুভূতিগুলো ।
জানো ক্ষিদদা-তোমার কোণিরা গ্রামে গঞ্জে জঙ্গলে
আজও নীরবে নিভৃতে কাঁদছে-
একটু শান্তিতে বাঁচার আশায় ।
ওই লোভী হিংস্র নৃশংস মানুষগুলোর বিরুদ্ধে -
" হে নায়ক " তুমি শুনতে কি পাও ?
অনুজীবের ধাক্কায় দীর্ঘ বন্ধের পর
ওই কাসের বনের পাশ দিয়ে আবার ট্রেন দেখার
জন্য তোমার অপুরা সবকিছু উপেক্ষা করে
নতুন দেখার আনন্দে ছুটে চলেছে -
"হে নায়ক" তুমি কি দেখতে পাচ্ছ ?
তুমি তো বারে বারে মৃত্যুকে জয় করে ফিরে
এসেছিলে এই জাগতিক সংসারের মাঝে,
সৃষ্টির নতুনত্বকে, প্রতিবাদের ভাষাকে
রূপ দেওয়ার জন্য, " হে নায়ক " পাচ্ছ কি শুনতে ?
তোমার সৃষ্টির কবিতা নাটক কাব্যগ্রন্থ, অভিনয়-
এটাতো সৃষ্টির এক অনাবিল তৃপ্তিতে ভরা
" নক্ষত্র " সমান । " হে নায়ক ", শুনতে কি পাও ?
তবে মাত্র ৪০ দিনের লড়াইয়ের মাঝে কোভিড
নামক ওই মারণ জীবাণুকে হারিয়েও -
মাত্র পঁচাশি বছর বয়সে তুমি হারিয়ে যেতে পার ?
"হে নায়ক" তুমি শুনতে পাচ্ছ, মানুষ চাইছে তোমায়।
২০০৪ সালে পদ্মভূষণ,
২০১১ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার
২০১৮ সালে ফ্রান্সের সেরা সম্মান " লিজিয়ঁ দ্য নর",
তোমার সৃষ্টিতে ১৪ টা কাব্যগ্রন্থ,
পত্রিকা সম্পাদনা সব যেন অসাধারণ ।
তুমি অনন্য " হে নায়ক " , তুমি সারা জীবন
বিরাজিত থেকো সমস্ত মানুষের ভালবাসা ও মননে।
" হে নায়ক " , তুমি অমর ।
তোমার কোনো মৃত্যু হতে পারে না ।
সমগ্র বিশ্ববাসীর ভালবাসা ও মননে
" তুমি রবে নীরবে " ।


সত্ত্ব সংরক্ষিত