শুধু তুমি নয় অভিমানী,
আকাশের ওই চাঁদ!!
সেও দেখি অভিমান করে,
হারিয়ে যায় মেঘের আড়ালে।
তবে একটু পরেই ফিরে আসে,
আবার জোছনা ছড়ায়!


শুধু তুমি নয় অভিমানী,
তোমার ওই মধুর হাসি!!
সেও তো অভিমান করে,
কখনও সহসা মিলিয়ে যায়।
তবে একেবারেই হারিয়ে যায়না,
আবার সে ফিরে আসে।


শুধু তুমি নয় অভিমানী,
ঘুমের মাঝে ওই স্বপ্ন গুলো!!
তারাও তো অভিমান করে,
মাঝে মাঝেই হারিয়ে যায়।
তবুও তো আবার ফিরে আসে,
ভোরের সুন্দর স্বপ্ন হয়ে।


শুধু তুমি নয় অভিমানী,
ওই তুলসী তলার প্রদীপ!!
সেও অভিমান করতে ভোলেনা,
কখনো কখনো নিভু নিভু করে।
তাবলে সে নিভে যায়না,
টিম টিম করে জ্বলতে থাকে।