নেই দাঁড়িয়ে গরুর গাড়ী
কুমোর পাড়ার মোড়ে।
কলসী হাঁড়ি গেছে ভেঙে
আধুনিকতার তোড়ে।


কোথায় গেলো বংশীবদন
খোঁজ নেইকো তার।
পড়ার চাপেই ভাগ্নে মদন
হোলো যে জেরবার।


শুক্রবারের হাটটা এখন
নেই পদ্মার পাড়ে।
বক্সীগঞ্জের মানুষ গুলো
বুঝেছে হাড়ে হাড়ে।


গ্রামের মানুষ পরছে দেখি
এখন প্যান্ট শার্ট।
চাষের জমিও হচ্ছে এখন
কংক্রিটে কনভার্ট।


উঠছে সেথায় অট্টালিকা
দেখছি সারি সারি।
উচ্ছে বেগুন পটল মূলো
শহরে দিচ্ছে পাড়ী।


সর্ষে ছোলা ময়দা আটা
শপিং মলেই মেলে।
বেতের বোনা ধামা কুলো
কোথায় গেছে চলে।


হাটের কথা বলব কি আর
নেইকো এখন হাট।
ফোনে ফোনেই দেখছি এখন
চলছে দোকান পাট।