এ কোন নতুন বেশ আজ এই ভোরে
চমকিত হোলো হিয়া যেই এলে দ্বারে।


তোমার চরন ধ্বনি বাজিছে অম্বরে,
সামুদ্রিক ঢেউ সম আসিলে সত্বরে।


হৃদয়ের পুষ্প দিয়ে তোমাকেই বরি
উঠিল বাজিয়া যেন সঙ্গীত-লহরী।


ভেসে আসে কর্ণে সুর মন্দ সমীরে
নাচিছে হৃদয় সেই সঙ্গীতের সুরে।


পরনে নীলাম্বরী বাড়ায়েছে শোভা
বনফুলে সাজ আজ অতি মনলোভা।


সহসা অঙ্গের বসন পড়িল খসিয়া
হেরিলাম সেই রূপ নয়ন মেলিয়া।


বানিয়েছে ভগবান অতি সযতনে
প্রতিটি অঙ্গ যেন আঁকা তুলির টানে।


ভোরের চাঁপার ন্যায় অঙ্গের বরণ
সুললিত ভাবে গড়া দেহের গঠন।


কোথা হতে এসে তুমি নিলে মন হরি
হৃদয়ের মাঝে তুমিই বলো কিবা করি।


তুমি ছাড়া সব যেন আঁধারেতে ঢাকা
তুমি বিনা এ জীবনে সব কিছু ফাঁকা।