দেখেছি এই বাংলা মায়ের
সবুজ শ্যামল রূপ,
আর যেখানে যাওনা তুমি
দেখবেনা এই মুখ।


সোনায় মোড়া শ্যামলী রূপ
কাজল কালো আঁখি,
বাংলা মায়ের ওমুখ পানে
তাকিয়ে শুধুই দেখি।


বাংলা মায়ের এরূপ দেখে
খুশির অশ্রু ঝরে,
হাওয়ায় দোলে সবুজ ফসল
দেখে হৃদয় ভরে।


আকাশ ভেঙে বরষা ঝরে
এই বাংলার বুকে,
সবুজ শ্যামল বৃক্ষরাজিতে
প্রকৃতি যায় ঢেকে।


জানিনা কোন তুলির টানে
মায়ের রূপটি আঁকা,
দেখছে জগৎ নয়ন মেলে
নেইতো মোটেই ঢাকা।


আয়রে সবাই দেখবি এরূপ
আয়রে ছুটে আয়,
নদীর বুকে ভাসছে কেমন
নানা রঙের নায়।


ওই শোনা যায় নদীর বুকে
ভাটিয়ালী গান,
যে গান শুনে খুশির টানে
উথলে ওঠে প্রাণ।


হাজার কষ্ট দূর হয়ে যায়
পাখির মধুর সুরে,
সবুজ গাছের ডালে ডালে
কত না রঙ ঝরে।