সরোবরে ফুটে আছে
সোনার কমল,
হাজির হয়েছে অলি
নিয়ে দল বল।


মৃদু মৃদু হাওয়া বয়
নড়ে তরুলতা,
প্রজাপতি ফুলে ফুলে
বলে কত কথা।


পাখি গায় দিকে দিকে
সুমধুর গান,
ভরে ওঠে সকলের
মন আর প্রাণ।


উঠোনে শিউলি ঝরে
দেখ শত শত।
কাশফুল আছে ফুটে
নদীতীরে কত।


আম গাছ জাম গাছ
খেজুরের বন,
তাল গাছ উঁকি দিয়ে
দেখছে গগন।


সরোবরে খেলা করে
কত রাজ হাঁস,
শিশিরে ভিজলো দেখ
সকালের ঘাস।


অসুস্থ পৃথিবীতে আজ
নেই কোন সুখ।
হাওয়াতে ভাসছে যেন
মারন অসুখ।


আগমনী গানেও আজ
বিষাদের সুর,
বাঙালীর সেরা পূজো
নয় বেশি দুর।