রঙিন ছাতা মাথায় দিয়ে
বর্ষায় পথ চলা,
ছাতার নিচে দুটি প্রাণীর
মনের কথা বলা।


ঝমঝমিয়ে বর্ষা ধারায়
ফুটলো গাছে কলি,
ফুলের গন্ধ গেছে ধুয়ে
আসেনি তাই অলি।


মনের কোনে স্মৃতি দিয়ে
ছন্দে আঁকি ছবি,
আছো তুমি হৃদয় মাঝে
পড়ছে মনে সবই।


ছন্দে আছি বিভোর হয়ে
ভেজা মাটির গন্ধে,
আকাশ তাই কাঁদছে দেখ
সকাল থেকে সন্ধ্যে।


চলছে পথিক পথের পরে
ছন্দে ফেলছে পা,
ছোট্ট ওই ছাতার ভিতর
ভিজিয়ে সারা গা।


দিনে রাতে স্বপ্নে বিভোর
ছন্দে উঠছি হেসে।
স্বপ্নের মাঝে নদীর জলে
যাচ্ছি যেন ভেসে।


ছন্দে ছন্দে বলছি কথা
ছন্দে গাইছি গান,
ছন্দ দিয়ে কবিতা লিখে
জুড়াই আমার প্রাণ।


ছন্দ গুলো মনের খাতায়
রাখছি আমি লিখে,
যখন তোমায় পড়বে মনে
নেবো ঠিকই দেখে।