কোন এক কাজলা মেয়ে
উদাশ মনে আসছে ধেয়ে।
আমি খুব অবাক চোখে
তারই পানে ছিলাম চেয়ে।


অবহেলায় সাঙ্গ হোলো
আজ আমার সকাল বেলা।
অকারনে যায় যে ভেসে
আমার মনের ছোট্ট ভেলা।


হৃদয় নদে পাল উড়িয়ে
তরী খানি যাচ্ছি বেয়ে।
কাশের বনের শোভা দেখে
তারই পানে ছিলাম চেয়ে।


শিউলি ভরা পথের উপর
এলো ছুটে কোমল পায়ে।
কাজলা মেয়ের নূপুর ধ্বনী
শুনে আমি কাঁপছি ভয়ে।


বাতাসে আজ ছড়িয়ে সুবাস
ফুটলো কলি ফুলের বনে।
বর্ষা ধারায় ভিজলো ধরা
সেই শিহরণ লাগলো মনে।


অঝোর ধারায় বৃষ্টি ঝরে
জোয়ার এলো হৃদয় নদে।
মেঘের ভারে আকাশটাও
পড়লো ভেঙে ঘরের ছাদে।


কাজলা মেয়ের দৃষ্টি যেন
বজ্র সম আঘাত হানে।
তবুও তার কালো নয়ন
আমায় যেন কাছে টানে।