তোমাদের আহ্বানে একদিন পেয়েছিলাম
ভালবাসার আস্বাদ, দেখেছিলাম স্বপ্ন একটা নতুন বাঁধনের, বাঁচিয়ে রেখেছিলাম নতুন
একটা সম্পর্ককে হৃদয়ের গভীরে।
কিন্তু আজ অনাদরে অবহেলার চাদরে মুড়ে ছুঁড়ে ফেলে দিলে সব কিছু আবর্জনার স্তূপে।


হয়তো নবীন বরনের উৎসবে মেতে উঠেছিলে, কিংবা বিলাসিতার মোহে।
আজ আমি বড় ক্লান্ত, অসুস্থ শরীর, তবুও থেমে থাকেনি আমার কলম, আর থামেনি সেই কলমের দাম্ভিকতা। তোমরা যাকে অহংকার বলো সেটা অহংকার নয়।


হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা আত্ম অভিমান, নয়তো চরম অবমাননার ছোট্ট
একটা প্রতিবাদ। তবু আজও কামনা করি,
ভালো থেকো সবাই।
সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহন করো,
আর অনুভব করো যৌথ যাপনের সুখ।


তবে একটা কথা সর্বদা স্মরনে রেখো,
কাউকে যদি ভালবাসতে না পারো বেসোনা, কিন্তু তাকে অভিশপ্ত কোরোনা।
পৃথিবীটা যে অনেক বড়, তাই কেউ কখনো নিজস্ব গন্ডীর মধ্যে সীমাবদ্ধ থাকেনা।
কলম চলবেই যতদিন শরীরে প্রাণ থাকবে।