আজ এই ধরণীর বুকে,
সবুজ বনানীর ছায়া ঘেরা প্রতিচ্ছবি ওঠে ভেসে।
ঝরে পড়া সকালের
স্নিগ্ধ আলোকের মাঝে, সূর্যও ওঠে হেসে।


আজ তুমি কত দুরে !!
তবু আছো কত কাছে, অনুভবে ওঠো জেগে।
আঁখিপাতে সেই মুখখানি
ধেয়ে আসা বলাকার ন্যায় আছে যেন লেগে।


আকাশের পানে চেয়ে দেখি,
ভিজে যাওয়া ওই দুটি চোখে শুধুই কোলাহল।
সহসা বাতাস আসে ছুটে
রক্তচক্ষু দেখিয়ে বলে, এক্ষুণি তুই চল !!


উড়িয়ে নিয়ে চলে তাকে,
যেন বাতাসের ভরে, ছিঁড়ে দেয় সব বন্ধন।
কর্ণপাত করেনি কেউ
সবাই অবলোকন করেছে, ডুকরে ওঠা ক্রন্দন।


ছেড়ে যেতে হবে আজ,
ভালবাসার মানুষটাকে চিরদিনের তরে।
পাবে কি কখনো আর
সেই মানুষটাকে ফিরে, আবার নিজের করে।


ফুটেছিল গাছে পলাশ,
শিমুল, কৃষ্ণচূড়া, বকুল আরও নানা ফুল।
তার দুচোখের মাঝে
কামনার আগুন জ্বালাতে, করেনি সে ভুল।


থাকে যদি দুরে ক্ষতি কি ?
রয়ে যাবে ভালোবাসা শুধু অনুভবে।
অনুভবে দুটি ঠোঁট হয়তো
কখনো উঠিবে শিহরি, শুধু চুম্বনের ভাবে !!


যেমন দুটি হাঁস ওঠে মেতে,
দুরন্ত প্রেমের খেলায় ওই বালুকার চরে।
জেগে দেখি শুয়ে বিছানায়,
তবে কি এতকাল ছিনু, শুধু কল্পনার ঘোরে !!